পারভেজ হত্যা রহস্যের জট খুলছে: গাইবান্ধায় গ্রেপ্তার প্রধান আসামি মেহরাজ।

জেলা প্রতিনিধি, গাইবান্ধা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার মূল অভিযুক্ত মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-১৩। বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এই তথ্য নিশ্চিত করে। ঘটনার তদন্তে জানা যায়, গত ১৯ এপ্রিল ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির এক ঘটনার জেরে পারভেজের সঙ্গে তারই সহপাঠীদের বাগবিতণ্ডা হয়। যদিও পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে মীমাংসা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু ক্যাম্পাস ত্যাগ করার সময় পারভেজকে ৩০-৪০ জন মিলে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।" এ ঘটনায় র‍্যাব ইতোমধ্যে বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি, কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে গ্রেপ্তার করেছে। তাদের সকলকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পারভেজ হত্যার প্রধান অভিযুক্ত মেহরাজের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে নিহত পারভেজের পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা।

Apr 24, 2025 - 03:24
 0  3
পারভেজ হত্যা রহস্যের জট খুলছে: গাইবান্ধায় গ্রেপ্তার প্রধান আসামি মেহরাজ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow