পাহাড়ের পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে, নিরাপত্তার সংকট নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ে নিরাপত্তার কোন সংকট নেই। কিছু সংখ্যক লোক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশের পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, বৌদ্ধদের শুভ প্রবারণায় কঠিন চীবর দান অনুষ্ঠান ভালোভাবে পালন করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এসময় বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, পূজা পার্বণ এলে সংখ্যালঘুরা আতঙ্কিত থাকে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

অক্টোবর 9, 2024 - 16:53
 0  2
পাহাড়ের পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে, নিরাপত্তার সংকট নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow