ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর হামলা করেছে দুর্বৃত্ত। আজ বুধবার (৯ অক্টোবর) ময়মনসিংহে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, যমুনা টেলিভিশনের সাংবাদিক হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে অ্যাসাইনমেন্টে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা একজন বাইক থেকে পড়ে যায়। ফলে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী পাথর তুলে সাংবাদিক হোসাইন শাহীদকে মারতে উদ্যত হন। সহকর্মীকে বাঁচাতে গেলে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর চড়াও হন সেই দুর্বৃত্ত। পাথর দিয়ে আঘাত করেন তাকে। এতে হাত ভেঙে যায় দেলোয়ার হোসেনের। তিনি এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

অক্টোবর 9, 2024 - 16:52
 0  7
ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow