পুলিশ, র‍্যাব ও আনসারদের কারা কোন পোশাক পেলেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা।। পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। বাম দিক থেকে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। ছবি: সময় সংবাদ সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভাশেষে এসব সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা পুলিশ, র‍্যাব ও আনসারদের জন্য তিনটি পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যে-সব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে।’ পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতিরোধসহ নানান বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।’ নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না।’

জানুয়ারি 20, 2025 - 23:09
 0  4
পুলিশ, র‍্যাব ও আনসারদের কারা কোন পোশাক পেলেন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow