ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৫ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরা গ্রামের মৃত সাখাওয়াত গাজীর ছেলে বক্কার (৫৫) ও একই উপজেলার জাবাহালী গ্রামের মৃত ইশা মৌড়লের ছেলে বাবু মৌড়ল (৪০) । আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন নিহত হয়েছেন। নিহত ৫জন খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন। তিনি আরো জানান, আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক।

অক্টোবর 15, 2024 - 14:30
 0  5
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫, আহত ২০

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow