বাগমারা'য় স্ত্রীর মুখে এসিড দিয়ে হত্যার চেষ্টা.।

স্টাফ রিপোর্টার-রাজশাহীর বাগমারা উপজেলায় পারিবারিক কলহের জেরে রশিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী মুখে এসিড জাতীয় তরল রাসায়নিক পদার্থ দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে। ভুক্তভোগী নারীর নাম আসমানি খাতুন (২৮)। এ ঘটনার পর থেকে স্বামী রশিদুল ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, দুই বছর আগে আসমানির সঙ্গে প্রতিবেশী রশিদুলের বিয়ে হয়। এটি তাদের দ্বিতীয় বিয়ে। বিয়েল পর রশিদুল ইসলাম স্ত্রী আসমানীকে নিয়ে বিস্কুট ফ্যাক্টরিতে কাজের সুবাদে রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন । ওই বাসাভাড়ার টাকা চাওয়াকে কন্দ্রে করে স্বামী আসমানীর সাথে রশিদুল ইসলামের বাকবিতান্ডা হয়। বাকবিতান্ডার জেরে স্বামী রশিদুল ইসলাম (৬ মার্চ) রোববার দিবাগত গভীর ঘরের দরজা বন্ধ করে ‘ড্যামফিক্স’ নামের এসিড জাতীয় তরল রাসায়নিক পদার্থ ঘুমান্ত স্ত্রী আসমানীর মুখে ঢেলে দেন। আসমানীর ছটপটি ও চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠে। সেখান দ্রুত পালিয়ে যান স্বামী রশিদুল ইসলাম। পরিবারের লোকজন রতেই অসুস্থ আসমানিকে প্রথমে বাগমারা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে করেন। আসমানীর মা মালেকা বিবি জানান,‘আসমানির গালের ডান পাশ ও জিহ্বা পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। যোগাযোগ করা লে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, রাতে তিনি বিষয়টি জেনেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রশিদুল পলাতক রয়েছেন। থানায় লিখিত অভিযোগ পেলেই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Apr 8, 2025 - 14:43
 0  5
বাগমারা'য় স্ত্রীর মুখে এসিড দিয়ে হত্যার চেষ্টা.।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow