বাগেরহাটে ভোক্তা অধিকারের অভিযান: মাছ ও মাংসের আড়ৎকে ৭৬ হাজার টাকা জরিমানা।
মো. মিজানুর রহমান সাগর, বাগেরহাট প্রতিনিধি — বাগেরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর ও ফতেপুর বাজারে অভিযান চালানো হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পরিচালিত অভিযানে তিনটি মাংসের দোকান ও একটি মাছের আড়ৎকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক জনাবা শরিফা সুলতানা। তিনি জানান, ফতেপুর বাজারে এক মাছ আড়ৎ-এ মাছে ক্ষতিকর কেমিকেল ও রং মেশানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বাগেরহাট শহরের ছালাম কসাইয়ের গরুর মাংসের দোকানে ওজনে কম দেওয়া এবং মূল্য তালিকা অনুপস্থিত থাকার কারণে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য, ছালাম কসাই বাগেরহাট শহরের মাংস ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত। তার একক নিয়ন্ত্রণে রয়েছে ৪টি গরুর মাংসের দোকান, ৩টি মুরগির দোকান এবং মাছ বাজারে রয়েছে একচ্ছত্র আধিপত্য। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, অনেকেই ছালাম কসাইয়ের বিরুদ্ধে অনিয়ম জানলেও ভয়ে প্রতিবাদ করতেন না। তবে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে প্রথমবারের মতো তার ব্যবসায় প্রশাসনিক হস্তক্ষেপ ঘটে। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করেন। সহকারী পরিচালক শরিফা সুলতানা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সমন্বয়ে সকল মাংস, মাছ ও মুরগি ব্যবসায়ীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হবে, যেখানে নির্ধারিত মূল্য তালিকা প্রণয়ন করা হবে। অভিযানের অংশ হিসেবে অন্যান্য দোকানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার অনুভূতি কী?






