সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গুইমারা প্রতিনিধি: —খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার সকাল ১১টায় সিন্দুকছড়ি জোন সদরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি। সভায় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা থানার এসআই শিবব্রত দাস, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভায় বক্তারা পাহাড়ে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সড়ক দুর্ঘটনা রোধ, অবৈধ বালু ও কাঠ উত্তোলন, মাদক, চোরাচালান, অপহরণ, সন্ত্রাস নির্মূল, মানবাধিকার রক্ষা ও শিক্ষার প্রসারে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও স্থানীয় বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়েও আলোচনায় বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার অনুভূতি কী?






