বান্দরবানে সাংগ্রাইংপুয়ে উপলক্ষে সেনা জোনের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক—বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইংপুয়ে উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরিব ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহামুদুল হাসান, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী পরিবার ও প্রতিনিধি। জোন কমান্ডার তার বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তায়ও সেনাবাহিনী আন্তরিকভাবে নিয়োজিত। সাংগ্রাইং উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক। এই অনুদান বিতরণ তারই একটি অংশ এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে মোট ৩২ জন ব্যক্তি, ৬টি পাড়াবাসী ও ৬টি সংগঠনকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে অনুদান হস্তান্তর করা হয় এবং সবাই মিলিতভাবে উৎসবের আনন্দ ভাগ করে নেন।

Apr 12, 2025 - 21:46
 0  2
বান্দরবানে সাংগ্রাইংপুয়ে উপলক্ষে সেনা জোনের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow