চট্টগ্রাম মেডিকেল এলাকায় চসিকের উচ্ছেদ অভিযান: ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ, জরিমানা আদায়
মোঃ শাহরিয়ার রিপন | চট্টগ্রাম | ৭ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন কে.বি. ফজলুল কাদের রোডের উভয় পাশে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন চসিক-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে প্রায় ৫০টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়। চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ---

আপনার অনুভূতি কী?






