বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা নির্বাচিত
স্টাফ রিপোর্টারঃ যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে।আজ ৩ রা নভেম্বর রবিবার মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন থাকায় কোনো পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে সুত্র জানায়। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মহাকাল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমদ।সিনিয়র সহসভাপতি পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের তমিজ উদ্দিন গাজী,সহসভাপতি নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ আজিজুর রহমান, মথুরাপুর পুড়াখালী বিদ্যালয়ের মোঃ হাবিবুর রহমান, মহাকাল পাইলট স্কুলের মোঃ সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আহম্মদ আলী সরদার স্কুলের মারুফ মোস্তফা, সহসম্পাদক শংকরপাশা স্কুলের ফিরোজ আহমেদ,বাঘুটিয়া স্কুলের সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজঘাট বালিকা বিদ্যালয়ের মাহবুব হাজরা, অর্থসম্পাদক একতারপুর স্কুলের চারমিন সুলতানা,তথ্য ও যোগাযোগ সম্পাদক পুর্বাচল স্কুলের তৈয়েবুর রহমান,শিক্ষা সম্পাদক ফকিরহাট স্কুলের আব্দুল হালিম সরদার,প্রচার সম্পাদক অভয়নগর পাইলট স্কুলের আছাদুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক সরখোলা স্কুলের আলমগীর হোসেন,ক্রীড়া সম্পাদক মশিয়াহাটি মধুসুধন রায়,সাংস্কৃতিক সম্পাদক আঃ হামিদ স্কুলের মুহিদুল ইসলাম, ধর্ম সম্পাদক পিপিবি স্কুলের মোঃ ফরিদ উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক সিঙ্গাড়ী স্কুলের উল্কা রানী বিশ্বাস,দপ্তর সম্পাদক ধোপাদী স্কুলের আব্দুল হালিম এবং সদস্য রাজ টেক্সটাইল স্কুলের আঃ রহমান,মাগুরা শান্তিলতা স্কুলের সোনারুল ইসলাম, আল হেলাল স্কিলের মোঃ রুহোল আমিন,ডিআইএন জি স্কুলের তৌহিদুর রহমান, চলিশিয়া স্কুলের রুহুল আমিন, হিদিয়া স্কুলের আলমগীর হোসেন,আড়পাড়া স্কুলের লিয়াকত হালদার,সুন্দলী বালিকা বিদ্যালয়ের দিলীপ কুমার দাস,ধুলগ্রাম স্কুলের খায়রুল আলম, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ জিয়াউল হক প্রমুখ। নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক রাজু আহমদ এ প্রতিবেদককে বলেন, আমাদের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় আমরা সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আগামীতে স্বচ্ছ ও সততার সাথে সমিতির কার্যক্রম পরিচালনা করব।
আপনার অনুভূতি কী?