চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কেউ কেউ তৈরী করছেন জমি। অনেকে জমি তৈরীর পর বপন করছেন আলু বীজ। আগাম আলু চাষে ধুম পড়েছে। উপজেলার বিভিন্ন ক্ষেতে গিয়ে দেখা যায়, অন্যান্য বছরের মত এবার আবহাওয়া অনুকুল না থাকায় একটু দেরীতে শুরু করেছেন অনেক কৃষক। উঁচু সমতল জমিতে ধান কেটে আগাম আলু চাষ করা হচ্ছে। আলু রোপণকে ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে মাঠ জুড়ে। উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মহসিন আলী বলেন- ৩ বিঘা জমিতে আগাম জাতের ধান আবাদের পর ফসল ঘরে তুলেছি। এখন ওই জমিতে আলু আবাদ শুরু করেছি। গত কয়েকদিনের বৃষ্টির ফলে একটু দেরী হল। একই এলাকার কৃষক সাজ্জাদ ইসলাম ও রসুলপুর গ্রামের আমজাদ হোসেন বলেন-হঠাৎ করে বৃষ্টির ফলে কিছুটা বিলম্ব হয়েছে। কালিপূজার সময় প্রতিবছর একটু বৃষ্টি হয়। এ কারণে জমি তৈরী করতে একটু দেরী হয়। তারপরও উঁচা ডাঙ্গা জমিগুলোতে আগাম আলুর বীজ বপন করেছি। বাজারে আলুর দাম বেশি হওয়ায় এবার ভাল দামের আশা করছি। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর ২ হাজার ৮৭০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বল্প মেয়াদি আগাম আউশ ও আমন ধান কাটা মাড়াই শেষ করে সেই জমিতে আগাম জাতের আলুর বীজ বপনের কাজ চলছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের সহায়তা করার জন্য মাঠে রয়েছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম, লাবনী আক্তার ও ফয়েজ হাসান বলেন-কৃষকগণ আলুর আবাদের পর ওই জমিতে ভুট্টাসহ অন্যান্য ফসলের আবাদ করে থাকেন। জমি তৈরী থাকায় ওই জমিতে পরবর্তী আবাদের জন্য খরচ কম হয়। ফলে সেখানে অধিক লাভবান হচ্ছেন কৃষক। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন বলেন- এ বছর থেমে থেমে বৃষ্টি হয়েছে ফলে আগাম জাতের আলু চাষের জন্য আশির্বাদস্বরুপ। গত বছরের তুলনায় এবছর আলু চাষের পরিমাণ আরো বাড়বে। যে বছর যে ফসলের দাম বেশি হয়, তার পরের মৌসুমে, সেই ফসল কৃষকগণ বেশি আবাদ করে থাকেন। তিনি আরো বলেন- এ বছর উপজেলায় মোট ২ হাজার ৮৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি জুড়ে আগাম আলু বীজ বপন করা হয়। আগাম আলু আনুমানিক ১৫০ হেক্টর জমিতে করা হচ্ছে। গত বছর আলু অর্জিত হয়েছিল ২ হাজার ৮৭০ হেক্টর জমিতে। এটিই এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

নভেম্বর 3, 2024 - 17:25
 0  13
চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে  কৃষকরা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow