চিরিরবন্দরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ইজিবাইকচালক মো. আইনউদ্দিন (৪০) কে অজ্ঞান করে রাস্তার ধারে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে চম্পট দিয়েছে ছিনতাইকারীরা। এ ছিনতাইয়ের ঘটনাটি গত ২ নভেম্বর শনিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার রানীরবন্দর- চিরিরবন্দর সড়কের ঘন্টাঘর বাজারের সন্নিকটে ঘটেছে। ইজিবাইক চালক মো. আইনউদ্দিন খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন রাতে যাত্রীবেশী ক্#৩৯;জন ছিনতাইকারী আইনউদ্দিনের ইজিবাইকে ওঠে। যাত্রীবেশী ছিনতাইকারীরা আইনউদ্দিনকে চেতনানাশক খাইয়ে বা শুকিয়ে কিংবা স্প্রের মাধ্যমে অজ্ঞান করে আনুমানিক রাত ৮টায় উপজেলার রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের ঘন্টাঘর বাজারের সন্নিকটে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে চম্পট দেয়। ওই সড়কে চলাচলরত জনৈক পথচারী তাঁকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে সেখানে স্থানীয় লোকজন সমবেত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিরিরবন্দর থানার এস আই কমল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোগীর স্বজনরা হাসপাতালে পৌঁছায় রোগীকে তাদের জিম্মায় দেয়া হয়েছে। মামলার ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নভেম্বর 3, 2024 - 17:23
 0  8
চিরিরবন্দরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow