ব্যতিক্রমী আয়োজনে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী ধন্যবাদ জ্ঞাপন

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বদলিজনিত বিদায়ের প্রাক্কালে অভয়নগর উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানদের ডেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলা মিলনায়তনে এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ (১৮০৬২) এর সভাপতিত্বে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, ভবদহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন, উত্তর অভয়নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার মজুমদার, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বাশুয়াড়ি স্কুলের হেড মাস্টার আবুল হোসেন, কম্পিউটার লিটর জুয়েলস স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগম প্রমূখ। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ বলেন যে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সামাজিক সকল কাজে অভয়নগরের শিক্ষকদের অবদান অসামান্য। আলোকিত অভয়নগর গড়ার কাজে শিক্ষকদের সহযোগিতার জন্য বিদায় বেলায় শিক্ষকদের ধন্যবাদ জানানোর জন্যেই এই মতবিনিময় সভায় আপনাদের ডেকেছি। অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ মহোদয়কে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ বদলি হয়ে বাগেরহাটের কচুয়া উপজেলায় যোগদান করবেন।

Sep 8, 2024 - 20:16
 0  15
ব্যতিক্রমী আয়োজনে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী ধন্যবাদ জ্ঞাপন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow