ভোলায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলা, পুলিশের দুই সদস্য আহত—

মোঃ নয়ন চৌধুরী তজুমদ্দি ভোলা।।।ভোলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই)। হামলায় আহত হয়ে বর্তমানে ভোলার বোরহানউ‌দ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  মঙ্গলবার (৭ জানুয়ারি)  বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হ‌লেন, ভোলার বোরহানউ‌দ্দিন থানার এএসআই মো: নুরুল ইসলাম ও আলমাস। পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেফতার করতে গেলে তাদের স্বজনরা এএসআই নুরুল ইসলাম ও আলমাসের উপর হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সি‌দ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে

জানুয়ারি 7, 2025 - 15:06
 0  8
ভোলায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলা, পুলিশের দুই সদস্য আহত—

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow