মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

মণিরামপুর প্রতিনিধি।।।যশোরের মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বরাকাত ফখরুদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালিকদার, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন তানভীর মাহমুদ ও নাফিজ শাহরিয়ার। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক কার্তিক হালদার, জিএম মোমিন উদ্দিন, প্রণয় বিশ্বাস, সাইফ শাহরিয়ার, আক্তারুজ্জামান, মাসুদ ইকবালসহ আরও অনেকে। বিদায়ী অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী অর্পন হালদার। ১৯৮৫ সালে শিক্ষকতা জীবন শুরু করা আবুল বরাকাত ফখরুদ্দীন শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। বক্তারা তার সুদীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

ফেব্রুয়ারি 26, 2025 - 20:13
 0  6
মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow