মণিরামপুরে সেতুর ওপর আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের, আহত ২

প্রতিবেদক: বিএম সাব্বির হাসান, মণিরামপুর (যশোর) যশোরের মণিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমসাধুর নিচে চাপা পড়ে রাকিব হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের সহকারী ও এক পথচারী আহত হয়েছেন। শনিবার (গতকাল) সন্ধ্যায় মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের খালকান্দা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোকাম হোসেনের ছেলে। আহতরা হলেন—চালকের সহকারী হাসান আলী (২২) এবং পথচারী সম্রাট (১৫)। প্রত্যক্ষদর্শী আজিবার রহমান জানান, একটি আলমসাধু মণিরামপুর থেকে দ্রুত গতিতে ঢাকুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে খালকান্দা সেতুর ওপর উঠতে গিয়ে সেটি পথচারী সম্রাটকে ধাক্কা দেয় এবং ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এতে চালকের সহকারী ছিটকে পড়ে গেলেও চালক রাকিব আলমসাধুর নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Apr 20, 2025 - 14:38
 0  3
মণিরামপুরে সেতুর ওপর আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের, আহত ২

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow