রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী।
জেলা প্রতিনিধি, গাইবান্ধা — গাইবান্ধা সদর উপজেলা মিয়াপাড়া থেকে কাউন্সিলর বাজার গাইবান্ধা যাওয়ার রাস্তাটির বেহাল দশা, এ রাস্তাটির দ্রুত সংস্থার চাই, এ প্রতিপাদ্য সামনে রেখে আজ বেলা ১২:০০ টায় মানববন্ধন করেন সচেতন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন, মাসুম হক্কানী, চেয়ারম্যান ৯নং খোলাহাটি ইউনিয়ন পরিষদ, মোঃ জামিরুল ইসলাম খন্দকার সাবেক সভাপতি, সদর উপজেলা যুবদল, বক্তারা বলেন, গাইবান্ধা। উপজেলার পূর্ব অঞ্চলের মানুষের জন্য এটি যেন মরন ফাঁদ। রোদ কিংবা বৃষ্টি এ দুটোই যেন এ এলাকার মানুষের চরম শত্রু, রোদে ধুলা আর সামান্য বৃষ্টিতেই কাঁদা আর হাটু জলে ভরে যায় রাস্তা। সরেজমিনে উপস্থিত হলে দেখা মেলে এ এলাকার মানুষের জীবনের করুন চিত্র। রাস্তার পাড় আর মাঝ ভেঙ্গে হাজারো খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেখানে বৃষ্টিতে পানি জমে মানুষ সহ যানবাহন চলাচলের সম্যসা হয়ে উঠেছে।এখানে অটোরিক্সা চলাচল তো দুরের কথা পায়ে হেঁট যেতে হচ্ছে গন্তব্যস্থলে, স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ও এলজিইডির ও গাইবান্ধা দুই আসনের সাবেক এমপি মাহাবুব আরা বেগম গিনির ভাতিজা আহসান হাবিব রাজিবের গাফিলতির কারণেই মানুষের এই ভোগান্তি, বাজেটের সমস্ত টাকা মেরে দেয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায়, গ্রামবাসী জানায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক কীর্তিপক্ষ এই বিষয় গুলো খেয়াল রাখে তাহলে আমাদের এই ভোগান্তি হবে না, আর এই রাস্তার কাজ হলে এই এলাকা উন্নত হবে বলে জানায় গ্রামবাসী,

আপনার অনুভূতি কী?






