জয় বাংলা স্লোগানে তোলপাড়: বদলগাছীতে যুবক আটক, আদালতে পাঠানো

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় রাশেদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। রাশেদুল ইসলাম বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে বালুভরা বাজারে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন রাশেদুল। স্থানীয় কিছু ব্যক্তি তাকে নিষেধ করলেও তিনি স্লোগান চালিয়ে যান। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, রাশেদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশের সামনেও বারবার ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। তিনি আরও বলেন, “যতদিন বাঁচব, জয় বাংলা স্লোগান দেব।” রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে

Apr 20, 2025 - 16:47
 0  3
জয় বাংলা স্লোগানে তোলপাড়: বদলগাছীতে যুবক আটক, আদালতে পাঠানো

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow