মসজিদে মুসল্লীদের অশ্রুসিক্ত নয়নে পবিত্র জুমাতুল বিদা পালন
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ গোটা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসুল গনের আগমন ঘটেছিল। প্রতিটি নবী ও রাসুল গনের আগমনের পর তাঁর কওমের কাছে মহান আল্লাহ তায়ালার বাণী পৌঁছে দিয়েছেন। নবী ও রাসুল গনের আগমন ঘটেছিল মানবজাতী কে সঠিক মত ও পথের সন্ধান দাতা হিসেবে। একমাত্র আল্লাহ তায়ালার ইবাদত দাসত্ব ও গোলামী করার মাধ্যমে মানবজীবন ইহকালে মুক্তি পরকালে শান্তির জন্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবুওয়াতের সর্বশেষ নবী জনাবে রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর কওমের জন্য আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেন এই রমজান মাসে।সেই কারণে রমজানের এতো ফজিলত। এ মাসে একটি রাত আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। পবিত্র রমজানের শেষ জুমা আজ ২৭ রমজান। জুমাতুল বিদা উপলক্ষে মসজিদে মসজিদে মুসল্লীদের ভীড় ছিল চোখে পরার মত।সকলেই তাদের কৃতকর্মের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট চোখের পানি ছেড়ে গোনাহ মাফের জন্য রমজানের জুমাতুল বিদা আদায় করতে মসজিদে মসজিদে মুসল্লীরা ভীড় জমান।তেমনটা চোখে পড়ে ঝিনাইদহ জেলার অন্তর্গত ডাকবাংলা মসজিদে।

আপনার অনুভূতি কী?






