মামলার হয়রাণি থেকে রক্ষা পেতে যশোরের তিন গ্রামের মানুষের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি: মামলার হয়রাণি থেকে রক্ষা পেতে যশোরের ঝিকরগাছার তিন গ্রামের মানুষ মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তারা। মানববন্ধনে ও সংবাদ সম্মেলনে তারা জানান, বিগত ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ঝিকরগাছার মির্জাপুর, দোস্তপুর ও চন্দ্রপুর গ্রামে ব্যাপক হারে চুরি হতে থাকে। চোরদের হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসী পাহারা বসায়। পরে ইলিয়াস ও আব্দুল নামে দুই চোরকে ৩টি গরুসহ হাতেনাতে ধরে গ্রামবাসী। পরে চোরদেরকে গণধোলাই দেয়। গণধোলাইয়ে ইলিয়াস নামে এক চোর গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গ্রাম পুলিশ আকরাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের নামে একটি মামলা করে। পরবর্তীতে মামলার ভয়ে গ্রামবাসী বাদীকে নিয়ে একটি শালিস মিমাংসা সভা করে। সভায় মামলা নিষ্পতির জন্য নিহত চোর ইলিয়াসের মা কে ৬ লাখ টাকা প্রদান করে। পরে আব্দুল করিম নামে এক গ্রামবাসীকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে তিন গ্রামে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ তিন গ্রামে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি শুরু করে। গ্রামবাসীরা ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে পড়ে। পুরুষ শুন্য হয়ে পড়ে তিন গ্রামে। দীর্ঘ ৫ বছর পুলিশ গ্রামবাসীদের এভাবে হয়রাণি চালিয়ে আসছে। চার্জশীট দেবার নামে হয়রাণি চালাচ্ছে পুলিশ। মানববন্ধন থেকে অবিলম্বে মামলার চার্জশীট প্রদান করে গ্রামবাসীরা যাতে স্বাভাবিত জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

ডিসেম্বর 25, 2024 - 10:17
 0  8
মামলার হয়রাণি থেকে রক্ষা পেতে যশোরের তিন গ্রামের মানুষের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow