মার্কিন রণতরী দিয়ে ইরানের মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ
মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন রণতরী দিয়ে ইরানের মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় বিশেষ সহায়তা করে যুক্তরাষ্ট্র। তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করেছে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল। বুধবার (২ অক্টোবর) পেন্টাগন প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইউএসএস বার্কলে থেকে ছোড়া হয় প্রতিরক্ষা মিসাইল। ভূমধ্যসাগরের পূর্বে মোতায়েন রয়েছে মার্কিন রণতরীটি।
আপনার অনুভূতি কী?