যশোর শিক্ষা বোর্ডে অংশ নেবে ১ লাখ ৭৫ হাজার শিক্ষার্থী

যশোর প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা। এ পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার বিদ্যালয় থেকে অংশ নেবে ১ লাখ ৭৫ হাজার শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে বোর্ডের অনলাইন প্রশ্ন ব্যাংকের প্রশ্নে। এ তথ্য জানিয়েছেন প্রশ্ন ব্যাংকের সমন্বয়ক কামাল হোসেন। বোর্ড সূত্র জানায়, সকল বিষয়ে পরীক্ষা পূর্ণ নম্বর, পূর্ণ সময় অনুষ্ঠিত হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রশ্নপত্রের উল্লিখিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় সূচিতে ১০ম শ্রেণির যে সকল বিষয় উল্লেখ নেই শুধু সে বিষয়সমূহ প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে প্রশ্ন প্রণয়ন করে এবং বোর্ড প্রদত্ত সময় সূচির সাথে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে সৃজনশীল ও পরে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। পরীক্ষার হলে কোন পরীক্ষার্থী এনালগ ঘড়ি, নন প্রোগ্রামাবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। সময় সূচিতে উল্লিখিত বিষয় সমূহের পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে সরবরাহকৃত প্রশ্নে গ্রহণ করতে হবে। অন্য কোন প্রশ্নে গ্রহণ করা যাবে না। অনলাইনে প্রদত্ত প্রশ্নপত্র ডাউনলোডের জন্য প্রয়োজন বোধে পাশর্^বর্তী প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের সহায়তা নেয়া যাবে। পরীক্ষার ফিস বাবদ পরীক্ষা প্রতি ১০ টাকা হারে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে ০১৯১৮-৭৮১৭৫৪, ০১৭১৫-৬৭১৬০২, ০১৭১৫-৬৭১১৬৯, ০১৭১৮-৬২৪৫৪৪, ০১৯১১-৪৬০৩১৩, ০১৭১১-৯৮৮১১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ২০ অক্টোবর রোববার প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা। এছাড়া ২১ অক্টোবর বাংলা দ্বিতীয় পত্র, ২৩ অক্টোবর ইংরেজি প্রথম পত্র, ২৪ অক্টোবর ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ অক্টোবর গণিত, ২৯ অক্টোবর বাংলাদেশ ও বিশ^ পরিচয়, বিজ্ঞান, ৩০ অক্টোবর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ও নৈতিক শিক্ষা, ৩ নভেম্বর পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ৫ নভেম্বর উচ্চতর গণিত, পৌরনীতি ও নাগরিকতা, ৭ নভেম্বর জীব বিজ্ঞান, ১০ নভেম্বর রসায়ন, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশে ইতিহাস ও বিশ^ সভ্যতা, ১১ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য ১৮ অক্টোবর অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্ন ডাউনলোড করতে হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।

অক্টোবর 13, 2024 - 10:53
 0  3
যশোর শিক্ষা বোর্ডে অংশ নেবে ১ লাখ ৭৫ হাজার শিক্ষার্থী

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow