যশোরে দুই দিনব্যাপী খুলনা বিভাগীয় কারাত প্রশিক্ষণের উদ্বোধন

যশোর প্রতিনিধি: যশোরে দুই দিনব্যাপী খুলনা বিভাগীয় কারাত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর জিমনেসিয়ামে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বাংলাদেশ কারাতে ফেডারেশন সহযোগিতায় সোতোকান কারাতে দো এসোসিয়েশন, (কিউখাই) খুলনা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রসাশক আজাহারুল ইসলাম বলেন, তরুণদের মনন ও বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়া পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার পরিবেশ না থাকলে যুব সমাজ বিপদে চলে যাবে। তরুণ সমাজ যাতে বিপদে না যায় তার জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে । বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগ চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, কার্যনির্বাহী সদস্য আলেকজান্ডার বো। অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের সদস্য সচিব ইমরান হাসান টুটুল প্রমুখ।প্রশিক্ষণে খুলনা বিভাগের ২ শতাধিক কারাতে ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে।

অক্টোবর 19, 2024 - 09:37
 0  5
যশোরে দুই দিনব্যাপী খুলনা বিভাগীয়  কারাত প্রশিক্ষণের উদ্বোধন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow