যশোরের হামিদপুরে দেশিও অস্ত্র ঠেকিয়ে ইঞ্জিন চালিত রিকশা ছিনতাই

যশোর সংবাদদাতাঃ যশোরের কোতয়ালী থানার হামিদপুর গ্রামস্থ সুলতান তেল পাম্পের সামনে থেকে ইঞ্জিন চালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবিষয়ে যশোরের কোতয়ালি থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোঃ মঈন উদ্দীন (৫০) বলেন, আমার উপার্জনের একমাত্র অবলম্বন এই অটোরিকশা । ১৩ই সেপ্টেম্বর বেলা আনুমানিক ১২:০০ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন যশোর নড়াইল সড়ক হামিদপুর গ্রামস্থ সুলতান তেল পাম্পের সামনে পাকা রাস্তায় পৌঁছাইলে দেশিও অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা । তারা রিকসা নিয়ে চলে যাবার সময় বাধা দেয়ার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেয়। তাদের ভিতর দু'জন কে চিনতে পারেছেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই রিকশা চালক। তিনি বলেন , ওই দুর্বৃত্তদের মধ্যে একজন হুসতলা এলাকার মো: জাহাঙ্গীর হোসেন(৪৫) ও ২একই এলাকার মো: সুজন(২৪). সহ আরও ২/৩ জন। তারা আমার পথের গতিরোধ করে ধারাল চাকু প্রদর্শন করে আমাকে হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক আমার নিকটে থাকা রিক্সাটি ছিনিয়ে নিয়ে যায়। রিকশা চালক মো: মঈনুদ্দিন (৫০) তার শেষ আয়ের শেষ সম্বল ছিলো ওই ইঞ্জিন চালিত রিকশাটি। এদিকে এ ঘটনায় কোতয়ালী থানায় চিহ্নিত দু'জন সহ অঙ্গাতনামা ২-৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sep 14, 2024 - 20:48
Sep 14, 2024 - 20:50
 0  8
যশোরের হামিদপুরে দেশিও অস্ত্র ঠেকিয়ে ইঞ্জিন চালিত রিকশা ছিনতাই

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow