যৌথ অভিযানে ২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাছাড়া ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত উদ্ধারকৃত এসব অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ১১টি রিভলভার, ৬২টি পিস্তল, ১৩টি রাইফেল, ২৮টি শটগান, ৬টি পাইপগান, ২৩টি শুটারগান, ২০টি এলজি, ৩১টি বন্দুক, ১টি একে-৪৭, ২টি গ্যাসগান, ১টি চাইনিজ রাইফেল, ৪টি এয়ারগান, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, ৫টি এসএমজি, ৫টি এসবিবিএল এবং ২টি থ্রি-কোয়ার্টার। চলমান এই যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‍্যাব। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। ওই সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে পাঠানো খুদেবার্তায় জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের দুই হাজার ৬৬টি অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়াও তিন লাখ ২০ হাজার ৬৬০টি গুলি, আট হাজার ৯০৫টি টিয়ারগ্যাস সেল, দুই হাজার ৫৭৬টি সাউন্ড গ্রেনেড, ৭৫১টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার হয়নি বলেও তখন জানানো হয়।

Sep 25, 2024 - 19:06
 0  3
যৌথ অভিযানে ২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow