রাজারহাটে আওয়ামীলীগ নেতার বাড়ি পুরে ছাই।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার গভীর রাতে রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়ন গোবর্ধন দোলা গ্রামের আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের নিজ বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২:২০ঘটিকার দিকে হঠাৎ করেই আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি পাকা বসত ঘর ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকা এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের অন্যান্য মালামালও পুড়ে গেছে। স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো: আখতারুজ্জামান সওদাগর জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, আমি বাড়িতে ছিলাম না। আগুনের সূত্রপাত কোথা থেকে আমার জানা নেই।

Sep 27, 2024 - 21:08
 0  6
রাজারহাটে আওয়ামীলীগ নেতার বাড়ি পুরে ছাই।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow