রামপালে বিশ্ব হাতধোয়া দিবস পালনে র‍্যালি আলোচনা সভা

রামপাল (বাগেরহাট)প্রতিনিধি || রামপালে বিশ্ব হাতধোয়া দিবস পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুৃধবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রেসক্লাব রামপাল'র সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন প্রমুখ। বক্তাগণ স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই নিয়ম মেনে হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে। হাত পরিষ্কার থাকলে অধিকাংশ রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হবে। এ জন্য সকলকে খাবার গ্রহনের পূর্বে হাত পরিষ্কার রাখতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকরি, বেসরকারি ও এনজিও দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অক্টোবর 15, 2024 - 20:57
 0  5
রামপালে বিশ্ব হাতধোয়া দিবস পালনে র‍্যালি আলোচনা সভা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow