লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে দুদকের অভিযান

মাহিয়া মনু ঢাকা।। অপ্রদর্শিত অর্থের অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের লকারগুলো খুলতে চলছে দুদকের অভিযান। দুদক পরিচালক সায়েমুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকে এই অভিযান চালাচ্ছে। আজ ২৫ থেকে ৩০ কর্মকর্তার লকার খোলার কথা জানানো হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুদকের দল বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। কিছু প্রক্রিয়া শেষ করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব লকার খোলা হচ্ছে। একইসঙ্গে রক্ষিত অর্থসম্পদ বা নথিপত্রের তালিকাও করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে তিনশ উচ্চপদস্থ কর্মকর্তার অর্থসম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে। এর আগে, গত ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায়। যেগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। সেসময় দুদক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামে আরও কিছু লকার দেখতে পায়। এর মধ্যে যাদের নামে বর্তমানে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে তাদের নামেও লকার থাকতে পারে বলে সন্দেহ করে। এ কারণে ওইসব লকারেও তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় দুদক। এর প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি দুদক থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে কেউ যাতে ওইসব লকার খুলতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ করে। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখার লকার আর কাউকে খুলতে দেওয়া হচ্ছে না।

ফেব্রুয়ারি 9, 2025 - 17:45
 0  3
লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে দুদকের অভিযান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow