শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জিয়াউর রহমান
রিপোর্ট: রাসেল মোল্লা, নড়াইল সদর নড়াইল সদর উপজেলার ৮ নম্বর কলোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এর এডহক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াউর রহমান। ২০২৫ সালের ৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব: বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবক সদস্য: তাহাজ্জত মোল্যা সাধারণ শিক্ষক সদস্য: টি. এম. রুহুল আমিন জিয়াউর রহমান কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কৃতি সন্তান। তিনি খুলনার সরকারি বিএল কলেজ থেকে ২০০২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন প্রথম শ্রেণির সরকারি ঠিকাদার হিসেবে কর্মরত। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী জিয়াউর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

আপনার অনুভূতি কী?






