শুরুতেই সাজঘরে টপঅর্ডারের তিন ব্যাটার

দীর্ঘ নয় বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে মিরপুরে প্রোটিয়াদের আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। টস জিতে এই ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টপ অর্ডার ব্যাটাররা। ব্যর্থ হয়েছে একে একে ফিরে গেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ২১ রানেই ৩ উইকেট হারিয়ে মিরপুরে ধুকছে টাইগাররা। তিনটি উইকেটই নিয়েছেন প্রোটিয়া পেসার মুল্ডার। তার তাণ্ডবে শুরুর আগেই যেন, শেষ বাংলাদেশের টপঅর্ডার। আর ওভারের হিসেবে ৫ ওভার ৫ বলের ইনিংসেই নেই তিন উইকেট। ইনিংসের প্রথম ওভারে রাবাদার বলে ৬ রান ‍আসে। যদিও একটি বাই চার আসে ওই ওভারে। পরের ওভারে উইয়ান মুল্ডারের বলে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম। ফুল লেংথ ডেলিভারি ছিল। অফ স্টাম্পের বাইরে পিচ করে বল চলে যাচ্ছিল। ইনিংসের শুরুতে সেই বল চেজ করে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের ওপেনার। এতে ৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর উইকেটে আসেন মুমিনুল হক। শুরু থেকে নড়বড়ে মনে হচ্ছিল মুমিনুলকে। যদিও উইয়ান মুল্ডারের ওভারে দ্বিতীয় বলে চার মেরে জড়তা কাটিয়ে ওঠার আভাস দিয়েছিলেন। কিন্তু টিকতে পারেননি তিনিও। ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান মুমিনুল। সাদমান ইসলাম ও মুমিনুল হকের পর ফিরে ব্যর্থ হয়ে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেনও। এতে ২১ রানে ৩ উইকেট হারিয়েছে ধুকছে বাংলাদেশ। ফেরার আগে শান্ত করেছেন ৭ রান। এই প্রতিবেদন লেখার সময় ১২ রানে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম ২ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের দলীয় সংগ্রহ তিন উইকেটে ৩৪ রান।

অক্টোবর 21, 2024 - 11:08
 0  5
শুরুতেই সাজঘরে টপঅর্ডারের তিন ব্যাটার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow