সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা সোমবার

সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রস্তুত করেছে কমিটি, কালই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সেটি দেবেন সদস্যরা। তদন্তের স্বার্থে কোনো আলামত প্রয়োজনে বিদেশেও পাঠানো হতে পারে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানান। জানানো হয়, তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয়ে সাংবাদিকসহ জন চলাচল সীমিত করা হয়েছে, তবে কাল থেকে প্রথম পর্যায়ে ২০০ অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা, যৌক্তিক কারণে অন্যদেরও পাস নেয়ার সুযোগ থাকবে। এক প্রশ্নে প্রেস উইং সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনার গ্রাফিতি মোছার ব্যাপারটি ভুল বোঝাবুঝি বলে সরকারকে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে স্তম্ভটি ঘৃণাস্তম্ভ হিসেবে থাকবে। ৩১ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগটিতে সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই বলেও প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব শফিকুল আলম।

ডিসেম্বর 29, 2024 - 17:33
 0  3
সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা সোমবার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow