২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ঢাকা আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে শুরায়ে নেজাম। ৫৯তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ হবে ২০২৬ সালের ২, ৩, ৪ জানুয়ারি ও দ্বিতীয় ধাপ হবে ৯, ১০, ১১ জানুয়ারি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব কথা জানান। শুরায়ে নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে টঙ্গীর তুরাগতীরে হেদায়েতি বয়ানের পর শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া করা হয়েছে। এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি দু-হাত তুলে আকুতি জানান। কান্নায় ভেঙে পড়েন অনেকে । দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ২৭ মিনিট পর্যন্ত চলে। মোনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি বাংলাদেশের মাওলানা জুবায়ের। এর মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব।   সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

ফেব্রুয়ারি 5, 2025 - 14:37
 0  9
২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow