উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা
রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ।।। রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অফিসে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি এবং উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নওগাঁ জেলায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া পেট্রোল পাম্প উচ্ছেদ করায় ক্ষুব্ধ হয়ে পাম্প মালিকরা এ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে এবং সেগুলোকে অবৈধ ঘোষণা করে মাইকিং করে। এরপর নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙে দেওয়া হয়েছে। পাম্প মালিকদের দাবি, তারা সওজ এর কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। কিন্তু হঠাৎ করে কিছু কর্মকর্তা তাদের জায়গা লিজের পরিবর্তে কিনে নিতে বলছেন। ব্যবসায়ীরা জমি কিনতে রাজি হলেও সওজ কর্তৃপক্ষ সেই জমি তাদের লিখে দিচ্ছে না। ফলে এ নিয়ে দ্বন্দের সৃষ্টি হয়েছে এবং উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যেই হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। কিন্তু সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই উচ্ছেদ অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন পাম্প মালিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ ওয়জুল হক, সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ মালিক ও শ্রমিক নেতারা। এদিকে, পাম্প ধর্মঘটের ফলে উত্তরাঞ্চলের জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে

আপনার অনুভূতি কী?






