৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার জেরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। চাঁদাবাজি, হত্যা ও সহিংস কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে হাইকমিশনারসহ ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাদেরকে তদন্তের আওতায় এনেছে কানাডা। এদিকে, কানাডার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত। এর আগে সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে। এছাড়াও, কানাডিয়ান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার এবং অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদের ‘সন্দেহভাজন’ হিসেবে মনে করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

অক্টোবর 15, 2024 - 11:44
 0  3
৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow