ইসরায়েলের পন্য বয়কটে চেংগুটিয়া এলাকায় লিফলেট বিতরণ 

 কুষ্টিয়া প্রতিনিধি— প্রতিনিধি- ফিলিস্তিনের জনগোষ্ঠীর উপর নির্মম গণহত্যার প্রতিবাদে ও ইসরায়েলের পন্য বয়কটে চেংটিয়া বুড়োর দোকান এলাকায় বাড়ি বাড়ি ও বিভিন্ন  অন্চলের মানুষের হাতে হাতে  এ পোষ্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুড়োর দোকান  আদর্শ পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি   কামরুল হুদার সার্বিক সহযোগিতায় ১৪ এপ্রিল বিকালে এ লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সুরা সদস্য মাওলানা ইউসুফ আলী, প্রেমবাগ ইউনিয়ন বি এন পির সভাপতি রেজাউল করিম মোল্লা, দপ্তর সম্পাদক শামীম হোসেন মিঠু,  নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য  সিনিয়র সাংবাদিক গাজি রেজাউল করিম   সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হদয়, মসজিদের ইমাম ও খতিব হাফেজ আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমীর মো. ইদ্রিস আলী গাজী,গাজী ওহাব আলী,  মুয়াজ্জিন আমীর আলী, আব্দুস সালাম, মো. সিরাজুল ইসলাম, মো. ইউনুস আলী, মো. রুহুল আমীন, দোকানদার আব্দুল হালিম, নুরুল ইসলাম সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন

Apr 15, 2025 - 10:23
 0  3
ইসরায়েলের পন্য বয়কটে চেংগুটিয়া এলাকায় লিফলেট বিতরণ 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow