কবি শাহরিয়ার সোহেল এর ৪৮তম জন্মবার্ষিকী

যশোর প্রতিনিধি: কবি ও প্রাবন্ধিক শাহরিয়ার সোহেল এর জন্ম ১০/১০/১৯৭৬ খ্রি., যশোরে। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ মাস্টার্স করে বর্তমানে শিক্ষকতা করছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্য ১৫ টি। উল্লেখযোগ্য গ্রন্থের ভেতর রয়েছে, কাব্যগ্রন্থ ‘মাধবী-বাইরে যেওনা’, ‘মৃন্ময়ী মাধবী’, অনুগল্পগ্রন্থ ‘মৃত্যুর মানচিত্র’, প্রবন্ধগ্রন্থ ‘ইজম ও অন্যান্য, ‘সাহিত্যে সাঁকো’, ’আলোচনামূলক গ্রন্থ,‘অসম্ভবের যাত্রী রেজাউদ্দিন স্টালিন’, ‘সজীব কাব্যের স্রষ্টা আহাদ আলী’। প্রকাশিত সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৭টি। সম্পাদনা করেন সাহিত্য পত্রিকা ‘পথিক’। বক্তৃতা, উপস্থাপনা, আবৃত্তির পাশাপাশি দেশের জাতীয় পত্রিকাসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত লিখছেন। বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য ও দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক। ২০১৬ ও ২০১৭ সালে যশোর সদরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া বাংলা বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবেও দায়িত্বপালন করছেন। বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বহু পুরস্কার ও সনদপত্র পেয়েছেন।

অক্টোবর 10, 2024 - 15:46
 0  3
কবি শাহরিয়ার সোহেল এর ৪৮তম জন্মবার্ষিকী

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow