কয়রায় পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন : সোহরাব সভাপতি ও ইমদাদুল সাধারণ সম্পাদক নির্বাচিত।

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা পল্লী চিকিৎসক সমিতির ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এ বছর নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কপোতাক্ষ কলেজের হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৩ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইমদাদুল হক। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি আঃ রহমান, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আবু মুছা, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক শ্যামল মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাছানুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও ক্রীড়া সম্পাদক বুলবুল আহমেদ। নির্বাচন পরিচালনা করেন পল্লী চিকিৎসক মোঃ আমিনুর রহমান, কামরুজ্জামান ও মোঃ হাসানুজ্জামান। নির্বাচিত নেতৃবৃন্দরকে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Apr 12, 2025 - 22:02
 0  1
কয়রায় পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন : সোহরাব সভাপতি ও ইমদাদুল সাধারণ সম্পাদক নির্বাচিত।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow