খুলনায় ট্রেনের কাটা পড়ে যুবকের মৃত্যু

নুর মোহাম্মদ খান লিটু খুলনা খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার পরিমল টিকাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রাজিব রেললাইনের পাশে হাঁটছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন আসলে তিনি সরতে পারেননি এবং ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইন পারাপারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

ফেব্রুয়ারি 26, 2025 - 19:31
 0  5
খুলনায় ট্রেনের কাটা পড়ে যুবকের মৃত্যু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow