খুলনায় “মার্চ ফর গাজা” : ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জেলা ইমাম পরিষদের প্রতিবাদ সমাবেশ ও মিছিল।
খুলনা প্রতিনিধি: খুলনায় জেলা ইমাম পরিষদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে “মার্চ ফর গাজা” শীর্ষক এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর ডাকবাংলা চত্বরে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মাদ সালেহ। কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ। সমাবেশটি পরিচালনা করেন প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হক। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ, সহ-সভাপতি মাওলানা রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন কাসেমী, সহ সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম, আইন ও বিচার বিভাগীয় সম্পাদক মুফতি গোলামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হেকমত আলি, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, খেলাফত মজলিসের সভাপতি মোঃ হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন খুলনা জেলার সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, রূপসা উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জুনায়েদ আহমদ, সহ প্রচার সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম হক্কানী, দপ্তর সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওলানা জিএম ইমদাদুল হক, মাওলানা নূর সাঈদ জালালী প্রমুখ। সমাবেশে গৃহীত ঘোষণাপত্রে তিনটি প্রধান দাবি জানানো হয়: ১. জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ইসরায়েলকে একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে। ২. গাজায় চলমান গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম ও মানবতাবাদী রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৩. মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার করে সকল সৈন্য ফিরিয়ে নিতে হবে। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট বাইতুল নূর মসজিদের সামনে গিয়ে শেষ হয়। ---

আপনার অনুভূতি কী?






