গণতন্ত্রের হত্যাকারীরা আজ দেশ ছেড়ে পালিয়েছে

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গণতন্ত্রের হত্যাকারীরা আজ দেশ ছেড়ে পালিয়েছে। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে এখন ভারতে আশ্রয় নিয়েছে তিনি। গত ১৬ বছর খুনি হাসিনা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। তাই দেশ স্বাধীনে অংশ নেওয়া প্রকৃতদের ফ্যাসিস্ট হাসিনার কাছে কোন মূল্য ছিলনা। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দিগরাজ সর্বজনীন কালী মন্দির মাঠে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোংলা ও রামপালের নির্যাতিত অসহায় মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। এসময় নির্যাতিত অসহায় ২২ জনের হাতে সন্মাননা স্মারক ও ৩৫ জনকে অর্থ সহায়তা তুলে দেন। প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন। শেখ হাসিনার সরকারের আমলে অনেক মন্ত্রীও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন। আমরা এখন আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু বিগত সরকার তাদের ব্যর্থতা ঢাকতে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর হিসেবে পরিচিত করাতে অপচেষ্টা চালিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না। মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সভাপতি এম ডি আকবর আজাদ, মোংলা পৌর বিএনপির নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, ইমান হোসেনসহ অসংখ্য নেতা কর্মিরা।

অক্টোবর 31, 2024 - 11:11
 0  2
গণতন্ত্রের হত্যাকারীরা আজ দেশ ছেড়ে পালিয়েছে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow