চরভদ্রাসনে মদ‍্যপানে স্কুলছাত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শারদীয় দুর্গা উৎসবের বিসর্জনের দিনে অতিরিক্ত মদ্যপানে স্বপ্না বাওয়ালী (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত স্বপ্না বাওয়ালী উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন । এবিষয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানা যায়, শারদীয় দুর্গা উৎসবের বিসর্জনের দিনে স্বপ্না বাওয়ালী তার স্বজন ও বন্ধু বান্ধবিদের সাথে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ দেখে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে আসার পর সে হটাৎ অসুস্থ হয়ে পরে। পরিবারের স্বজনরা তার অসুস্থার কারণ জানতে চাইলে স্বপ্না বাওয়ালী মদ্যপানের কথা স্বীকার করেন। পরে অসুস্থ স্বপ্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরীক অসুস্থা ক্রমাগত বাড়তে থাকে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আবদুল গাফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

অক্টোবর 15, 2024 - 10:24
 0  5
চরভদ্রাসনে মদ‍্যপানে স্কুলছাত্রীর মৃত্যু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow