জামালপুরে সরিষাবাড়ীতে ট্রাকে ট্রেনের ধাক্কায় চার জন আহত হয়েছেন

  মোঃরাকিব হাসান জামালপুর।।। জামালপুরের সরিষাবাড়ীতে সার বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় চার জন আহত হয়েছেন।  বুধবার (৮ জানুয়ারি) ভরে সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এতে জামালপুর-সরিষাবাড়ী-ভূঞাপুর লাইনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সার বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপারসহ চার জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, সকাল থেকে জামালপুর-সরিষাবাড়ী-ভূঞাপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানো হয়েছে। ৫ ঘণ্টা পর সকাল ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। এখনও তাদের নাম-পরিচয় জানতে পারিনি।

জানুয়ারি 8, 2025 - 23:53
 0  1
জামালপুরে সরিষাবাড়ীতে ট্রাকে ট্রেনের ধাক্কায় চার জন আহত হয়েছেন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow