ঝিনাইদহে ট্রাকচাপায় ডিউটিরত নৈশ প্রহরীর মর্মান্তিক মৃত্যু ।
মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা মোড়ে ট্রাকচাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশ প্রহরী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়া গ্রামের বাসিন্দা এবং আলহেরা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়রা জানান, ভোরে ডিউটির সময় রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন বাদল মোল্লা। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।” ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, “নৈশ প্রহরীর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি এখনও শনাক্ত বা আটক করা যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।” নিরাপদ সড়ক ও শ্রমজীবী মানুষের জীবন সুরক্ষা নিয়ে পুনরায় প্রশ্ন তুলেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

আপনার অনুভূতি কী?






