ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারীসহ নারী-শিশু আটক

মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় মানব পাচারকারীসহ দুই নারী ও এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর বাঘাডাঙা বিওপির একটি টহল দল কাঞ্চনপুর গ্রামের একটি ব্রিজের উপর থেকে তাদের আটক করে। আটককৃত পাচারকারীর নাম শংকর অধিকারী (৩৯), তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, শংকর অধিকারী বাংলাদেশে আসার পর ১৩ বছর বয়সী জয়া বালাকে বিয়ে করেন এবং পরে স্ত্রী জয়া, প্রতিবেশী যুথিকা হালদার (২৯) ও যুথিকার ১০ বছর বয়সী ছেলে বাধন বৈদাকে ভারতে পাচারের চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে শংকর জানান, বাংলাদেশি মানব পাচারকারী আনোয়ারের মাধ্যমে ৪৭,০০০ টাকার চুক্তিতে তিনজনকে ভারতে পাচারের পরিকল্পনা ছিল। শংকরের কাছ থেকে নগদ টাকা, ভারতীয় রুপি ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। আটক শংকর অধিকারীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত দুই নারী ও শিশুকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে পুনর্বাসনের জন্য। মহেশপুর ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিজিবি মানবপাচার প্রতিরোধে সব সময় সজাগ রয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মে 4, 2025 - 00:07
 0  7
ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারীসহ নারী-শিশু আটক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow