নড়াইলের আগদিয়ায় ঘেরের পাড় কেটে মাছ চুরির অভিযোগ ২ লক্ষাধিক টাকার ক্ষতি

রাসেল মোল্লা নড়াইল ৮ নং কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের শাহিন শেখের ঘেরের পাড় কেটে মাছ চুরি করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ঘের মালিক জোহর মোল্যার বিরুদ্ধে। জানা যায় আগদিয়া গ্রামের শাহিন শেখ ২১ কাঠা ঘের ধার দেনা করে লিজ নিয়ে ১ লক্ষ দশ হাজার টাকার মাছ ও ১ লক্ষ ষাট হাজার টাকার খাবার খাইয়ে দীর্ঘদিন ধরে ঘের চাষ করে আসছেন, বেশ কিছুদিন ঘেরে না যেতে পারাই পার্শ্ববর্তী ঘের মালিক একই গ্রামের জোহর মোল্যা অভিনব কায়দায় ঘেরে পাড় কেটে চারো (খাদিম) দিয়ে কায়দা করে তার ঘেরে মাছ প্রবেশের ব্যবস্থা করে। আজ শনিবার শাহিন তার ঘেরে খাবার দিতে গিয়ে মাছের আনাগোনা না দেখতে পেয়ে চারপাশে ঘুরে দেখে ঝোহর মোল্যার ঘেরের পাড় কাটা সেখানে গিয়ে সে একটি চারো উদ্ধার করে এলাকাবাসীকে দেখায়, এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং জোহর মোল্যাকে খোজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে একাধিক ব্যক্তি জানান জোহর মোল্যা একজন খারাপ প্রকৃতির মানুষ এমন ন্যক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই মাছ চোর জোহর মোল্যার বিচার চাই।

অক্টোবর 6, 2024 - 10:41
 0  5
নড়াইলের আগদিয়ায় ঘেরের পাড় কেটে মাছ চুরির অভিযোগ ২ লক্ষাধিক টাকার ক্ষতি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow