নড়াইলে নবগঙ্গা নদী রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন: অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

রাসেল মোল্লা, নড়াইলঃ— নড়াইল জেলার কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু। শনিবার (২০ এপ্রিল) বিকেলে কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের নবগঙ্গা নদীর বৃহাচলা মোহনায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শুক্তগ্রাম, বড় কালিয়া, বৃহাচলা ও বাহিরডাঙ্গা গ্রামের বাসিন্দারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে অংশ নেন। তারা অভিযোগ করেন, প্রভাবশালী বালু উত্তোলনকারীরা নদী থেকে ইজারার নামে অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ও বসতভিটা হুমকির মুখে ফেলছে। স্থানীয় বক্তারা জানান, নদীভাঙনে পূর্বে হারানো জমিগুলো চর পড়ে ফিরে পেয়েছিলেন কৃষকরা। এখন আবার বালু উত্তোলনের কারণে সেগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা জেলা প্রশাসক ও ইউএনওর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পৌর বিএনপির সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল মানববন্ধনে সংহতি জানিয়ে বলেন, “এলাকাবাসীর দাবি যৌক্তিক। প্রশাসনের উচিত অবিলম্বে এ কার্যক্রম বন্ধ করা।” সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা বলেন, “১ কোটি টাকার ইজারায় ৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে— এতে শুধু জনগণ নয়, সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।” মানববন্ধন শেষে এলাকাবাসী জানান, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। এলাকার মানুষের এই দাবি বর্তমানে জনজীবন, কৃষি এবং পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে।

Apr 21, 2025 - 22:27
 0  1
নড়াইলে নবগঙ্গা নদী রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন: অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow