পঞ্চগড়ে পলাতক আসামির আত্মীয়দের সন্ত্রাসে অতিষ্ঠ ভুক্তভোগী রুবিনা।

মোঃ মায়নুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ৮ নম্বর ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী এলাকায় মামলার পলাতক আসামি জাহিরুলের আত্মীয়দের লাগাতার অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এক গৃহবধূ রুবিনা ও তার সন্তানরা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। ভুক্তভোগী রুবিনার অভিযোগ, প্রতিদিন তার বাড়ির টিনের চালে ইচ্ছাকৃতভাবে পাথর নিক্ষেপ করছে জাহিরুলের বোন মর্জিনা, বাবুলের ভাই সাহাবুলের স্ত্রী নাজু ও আরও কয়েকজন। একদিন রুবিনার ছোট মেয়ে পাথরের আঘাতে আহত হলে তিনি প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা দলবদ্ধভাবে রুবিনাকে তার বাড়ির উঠানে মারধর করে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এমন নির্যাতনের ঘটনাগুলো প্রতিদিন ঘটলেও স্থানীয় ইউপি সদস্য সাইদুলকে একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন রুবিনা। তিনি আরও বলেন, "তুচ্ছ ঘটনা নিয়েও এরা লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে এসে আমাকে একা পেয়ে মারধর করে। আমি এখন আমার দুই কন্যা সন্তানকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।" স্থানীয়দের কাছে ঘটনার বিচার চেয়েও কোনো সাড়া না পেয়ে তিনি এখন গণমাধ্যম এবং প্রশাসনের সহায়তা কামনা করেছেন। তার ভাষায়, "এদের মধ্যে কোনো বিবেক নেই, এরা যেকোনো সময় আরও বড় ক্ষতি করতে পারে।" মানবাধিকার লঙ্ঘনের এমন অভিযোগের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা জরুরি বলে মনে করছেন এলাকাবাসীর একাংশ।

Apr 24, 2025 - 19:58
 0  3
পঞ্চগড়ে পলাতক আসামির আত্মীয়দের সন্ত্রাসে অতিষ্ঠ ভুক্তভোগী রুবিনা।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow