পাবনা বিআরটিএ-তে দালালের দৌরাত্ম্য: টাকা দিলে ফেলও পাস!
রাকিবুল ইসলাম রাকিব - স্টাফ রিপোর্টার পাবনা বিআরটিএ অফিসের সেবা পেতে হলে অতিরিক্ত অর্থ ও দালাল ছাড়া কোনো উপায় নেই—এমন অভিযোগ বহুদিনের। গ্রাহকরা বলছেন, অফিসের নিয়মিত কাজগুলোও দালাল ছাড়া সম্ভব হয় না। এই দুর্নীতির সত্যতা যাচাইয়ে বুধবার (৭ মে) দুপুরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের নেতৃত্ব দেন দুদকের পাবনা-সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর। তিনি জানান, অফিসে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে—যেখানে ফেল করানো হয়, সেখানে দালালের মাধ্যমে টাকা দিলেই সন্ধ্যায় পাস করিয়ে দেওয়া হয়! ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সেবার ক্ষেত্রেও টাকা ছাড়া কিছুই মেলে না। এক দালালকে জিজ্ঞাসাবাদে তিনি দালালির বিষয়টি স্বীকারও করেছেন। অন্য অভিযোগগুলোর যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযান শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে। ঈশ্বরদীর জয়নগরের রবিন জানান, ‘‘লাইসেন্সের পরীক্ষায় ফেল করানো হয়েছিল। পরে দালালের মাধ্যমে ৩ হাজার টাকা দিলে সন্ধ্যায়ই আমাকে পাস করিয়ে দেয়।’’ বাসচালক আব্দুল হাকিম বলেন, ‘‘১৯ বছর ধরে ভারী যান চালাই। একটি কাজ নিয়ে বহুবার ঘুরছি, সমাধান মিলছে না।’’ আর মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করতে আসা তপু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘২০২৩ সালে আবেদন করেছি, এখনও কাজ হয়নি। অফিসে গেলে বলা হয় নথি নেই!’’ এভাবে বছরের পর বছর ধরে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। সংশ্লিষ্টদের মতে, এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

আপনার অনুভূতি কী?






