ফকিরহাটে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মোঃ ওমর ফারুক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফকিরহাট উপজেলা যুবদলের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সুর্যসেন হলের সাবেক আহবায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অহিদুজ্জামান ওহিদ, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন। অনুষ্ঠটানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, সমাজ কল্যাণ পরিষদের জেলা সাধারন সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ। এসময় ছাত্রদলের আহবায়ক মো. রবি ফকির, সদস্য সচিব সাবিতুল ইসলাম সাগর, যুগ্ম আহবায়ক শেখ আছাদুজ্জামান পলাশ, শেখ সবুজ হাসান, রাসেদুল ইসলাম রনি, মিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন, ছাত্রদল নেতা সুমন, আশিক, আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শরিফ হাসাান, তাতী দলের সভাপতি শেখ কামরুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ এনামূল, শ্রমিক দলের সভাপতি শেখ হুমায়ুন কবির, শ্রমিকদল নেতা শেখ বাশারাত আলী, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি মীর মোশারফ হোসেন, কৃষক দলের সদস্য সচিব মোড়ল জাকির হোসেন, শ্রমিক দলের সাধারন সম্পাদক এস আই রুবেল, মহিলা দলের সভাপতি কলিনা ইসলাম ও যুবদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

নভেম্বর 2, 2024 - 17:56
 0  8
ফকিরহাটে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow